ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় হতদরিদ্রদের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল বিতরণ করা হয়েছে। গতকল বুধবার ও আজ বৃহস্পতিবার সকাল হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে কার্ড প্রতি ৩০ কেজি করে চাল দেয়া হয়। এ চাল বিতরণ করেন ডিলার মো. রিয়াজ উদ্দিন (জুলাস)। ট্যাক অফিসার হিসেবে উপস্থিত ছিলেন মো. হাছনাইন সহ স্থানীয় নেতৃবৃন্দরা। ডিলার রিয়াজ উদ্দিন জুলহাসের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কার্ডধারীরা জানান, আমাদের নামে বরাদ্দকৃত চাল সঠিকভাবে পেয়েছি। আমরা বর্তমান সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। ডিলার মো. রিয়াজ উদ্দিন জুলহাস জানান, আমার ডিলারের বরাদ্দকৃত ৩৩১ জন কার্ডধারীর মাঝে সঠিকভাবে ১৫ কেজি দরে চাল বিতরণ করেছি। খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ইউনিয়ন পর্যায়ে খাদ্যবান্ধব কর্মসূচির অংশ হিসেবে এই চাল বিতরণ করা হয়েছে।