ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ বাজারে মাদকবিরোধী লিফলেট বিতরণ ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে চরফ্যাশন উপজেলার শশীভূষণ বাজারে ঢাকাস্থ মানবিক হেল্প সেলফ ব্লাড ডোনেশন ক্লাবের শশীভূষণ শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ মানবিক হেল্প সেলফ শশীভূষণ থানা শাখার সভাপতি বিল্লাল স্যার। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. বাচ্চু। সন্ঞ্চালনায় করেন সংগঠনের কোষাদক্ষ মাহাবুব আলম কবির।প্রধান অতিথি ছিলেন শশীভূষণ থানা বিএনপির সভাপতি এ.বি. সিদ্দিক মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এওয়াজপুর ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুস সালাম জমাদার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান মাস্টার, মাওলানা আব্দুল আজিজ ও শশীভূষন প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান শাহীন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আমির হোসেন রকি, উপদেষ্টা সবুজ হাওলাদার, ইসমাইল হোসেন, সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি মো. শামীম হোসেন, সহ-সভাপতি বাহারুল মাস্টার, সাংগঠনিক সম্পাদক মো. নুরনবী, কোষাধ্যক্ষ মো. মাহাবুল আলম কবিরসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন মানুষকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তরুণদের এগিয়ে এসে পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে হবে। এবং মাদকমুক্ত বাংলাদেশ গড়তে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শেষে উপস্থিত সবাই মাদককে না বলার শপথ নেন।