ভোলার চরফ্যাশন আদালতের অতিরিক্ত পিপি হযরত আলী হিরন দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত একটি সংবাদকে ভিত্তিহীন ও মনগড়া দাবি হিসেবে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পিপি হিরন লিখিত প্রতিবাদে জানান, গত ২৪ সেপ্টেম্বর অনলাইনে এবং ২৫ সেপ্টেম্বর প্রিন্টে দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত চরফ্যাশনে ইউএনওর লুটপাটের তথ্য, হত্যা মামলায় ফাঁসানোর হুমকি শিরোনামের প্রতিবেদনের মধ্যে তার নাম উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়িয়ে দেওয়া হয়েছে। পিপি হিরন বলেন, প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে নানা ভিত্তিহীন ও কল্পিত অভিযোগ আনা হয়েছে। যেমন, আমি কোনো রাজনৈতিক নেতা বা কর্মকর্তার কাছ থেকে আর্থিক সুবিধা নিয়েছি বা বিভিন্ন মামলায় অনৈতিক প্রভাব ব্যবহার করেছি, এবং আমার দেশ চরফ্যাশন প্রতিনিধিকে হুমকি দিয়েছি এগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি আরও বলেন,আমার কর্মকাণ্ড সবসময় আইন ও বিধিমালা মেনে পরিচালিত হয়েছে, এবং কোনো রাজনৈতিক প্রভাব বা আর্থিক লেনদেন আমার সিদ্ধান্তকে প্রভাবিত করে না। এই ধরনের ভিত্তিহীন ও বিভ্রান্তিকর প্রতিবেদনের মাধ্যমে জনমনে ভুল ধারণা সৃষ্টি হয়েছে। আমি প্রকাশিত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তবে দৈনিক আমার দেশ পত্রিকার চরফ্যাশন উপজেলা প্রতিনিধি মো.লোকমান হোসেনের বক্তব্য, পিপি হিরন তাকে মোবাইল ফোনে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছেন। এ-সংক্রান্ত সব প্রমাণ তার কাছে সংরক্ষিত আছে।