সরকারি গাছ কাটার অনুমতি দিয়েছে বিট কর্মকতা এই শিরোনামে গত শনিবার (১৬ নভেম্বর) ৭১ গোয়েন্দা সংবাদ ডটকম, নামে একটি অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ করা হয়। সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও মনগড়া তথ্যের সমাহার। উক্ত সংবাদের প্রত্যাহারের দাবি জানিয়েছেন চরমানিকা বিট কর্মকর্তা মো.আবুল কাশেম। প্রতিবাদে তিনি জানান, প্রকাশিত সংবাদটিতে যেসব তথ্য উল্লেখ করা হয়েছে তা সঠিক নয়। মুলত বন বিভাগকে হেয়প্রতিপন্ন করার জন্য একটি মহলের সরবরাহকৃত বানোয়াট তথ্য দিয়ে সংবাদটি পরিবেশন করা হয়েছে। প্রকৃত সত্য হচ্ছে, সম্প্রতি চরমানিকা ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি বেড়িবাঁধের পাশ থেকে একটি মেহগনি গাছ কাটছে বলে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে দেই। এবং গাছটি এখনো দাড়িয়ে রয়েছে সেখানে। কিন্তু গাছ কাটার অনুমতি প্রশ্নেই আসে না। প্রতিবাদে তিনি আরও জানান, আমি প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে চরমানিকা বিট এলাকায় বন ও বনজ সম্পদ রক্ষায় কাজ করে যাচ্ছি। আমি আমার উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করছি। কথিপয় লোক নিজেদের স্বার্থ হাসিল করতে না পেরে সাংবাদিক ভাইদের মিথ্যা ভিত্তিহীন বানোয়াট কাল্পনিক তথ্য সরবরাহ করছে মাত্র। আমি এ মিথ্যা, ভিত্তিহীন বানোয়াট, কাল্পনিক ও ষড়যন্ত্রমূলক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি সাংবাদিক ভাইদের নিকট যাচাই-বাছাই পূর্বক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অনুরোধ জানাচ্ছি। এ ব্যাপারে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান করছি।
প্রতিবাদকারী
মো.আবুল কাশেম
বিট কর্মকর্তা-চরমানিকা, চরফ্যাশন রেঞ্জ, ভোলা।