ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় আধুনিক মানসম্মত শিক্ষার দৃঢ় প্রত্যয় নিয়ে দক্ষিণ আইচা মডেল স্কুল এন্ড কলেজ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৩ মার্চ) দুপুরে দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড চরকচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন শিক্ষার্থী ভর্তি কার্যক্রমের মাধ্যমে অনুষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠানটি উদ্বোধন করা হয়।
এসময় দক্ষিণ আইচা মডেল স্কুল এন্ড কলেজের
ম্যানেজিং কমিটির সভাপতি পল্লী চিকিৎসক মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমানিকা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গিয়াসউদ্দিন সাগর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চরমানিকা ১ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার শাহজাহান, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কামরুল, পল্লী চিকিৎসক মাকসুদ, রায়হান, সুমন সহ প্রমুখ।
এছাড়াও দক্ষিণ আইচা মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মাহবুব আলমের সার্বিক ব্যবস্থাপনায় সকল শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে মডেল স্কুলটি ছাত্র-ছাত্রীদের পাঠদানের মাধ্যমে তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধকরণ এবং ছাত্র-ছাত্রীদের সুশিক্ষায় শিক্ষিত করে যোগ্য নাগরিক করে গড়ে তুলতে অন্যতম ভূমিকা রাখবে।