ভোলার চরফ্যাশন উপজেলার উত্তর চরমানিকা গ্রামের দিনমজুর মো. বেলাল আহম্মেদ তার উচ্ছেদকৃত জমি পুনরুদ্ধারের জন্য লড়াই চালাচ্ছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-কে জমি ফিরে পেতে একটি আবেদনপত্র জমা দিয়েছেন। আবেদনে উল্লেখ করা হয়েছে, ১৯৯৩ সালে বেলাল ও তার পরিবারকে স্থানীয় মৃত সোবহান ডাক্তারের ছেলে আলাউদ্দিন ও সহযোগীরা ২৩ শতাংশ জমি থেকে উচ্ছেদ করেন। পরে ওই জমিতে ৫৯ নং উত্তর চরমানিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা হয়। স্থানীয়ভাবে সমাধান ব্যর্থ হওয়ায় বেলাল সরকারি হস্তক্ষেপ কামনা করছেন। দিনমজুর বেলাল আহম্মেদ জানান,সরকারি পদক্ষেপে আমি পুনরায় জমিতে প্রবেশ করতে পারব এবং সম্পত্তি নিরাপদ থাকবে। অভিযুক্ত আলাউদ্দিন বলেন, জমিটি আমাদের পূর্বপুরুষদের অধিকারভুক্ত। তবে প্রশাসন বৈধ প্রমাণ দেখালে আমরা আইনের মাধ্যমে সমাধান করতে প্রস্তুত।বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন বলেন,স্কুলের ৫০ শতাংশ জমিতে সরকারি প্রক্রিয়ায় ভবন নির্মিত হয়েছে। আমরা চাই বেলাল আইনের মাধ্যমে ন্যায় বিচার পাক। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন বলেন, উভয় পক্ষের কাগজপত্র যাচাই করে দ্রুত ন্যায্য ব্যবস্থা নেওয়া হবে।