ভোলার চরফ্যাশনে কেটে ফেলা একটি মরা কলা গাছে মোচা ধরার ঘটনায় স্থানীয় লোকজনের মাঝে কৌতুহলের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার চরমানিকা ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড জাহাঙ্গীর হাওলাদার নামের এক আওয়ামী লীগ নেতার বসতবাড়ির জমিতে রোপনকৃত একটি কলাগাছে এ মোচা ধরার ঘটনাটি ঘটেছে।
কেটে ফেলা মরা কলাগাছে মোচা ধরার ঘটনায় জনসাধারনের মাঝে কৌতুহল সৃষ্টি হয়েছে। এ
নিয়ে চলছে আলোচনা। সত্যিই অবাক করার মতো, গাছটি না দেখলে বিশ্বাস করা যাবে না। গাছটি এক নজর দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে লোকজন জাহাঙ্গীর হাওলাদারের বাড়িতে ছুটে আসছেন। কেউ এই গাছের সাথে দাড়িয়ে ছবি তুলে ফেসবুকে শেয়ার করছেন।
গলা গাছ মালিক চরমানিকা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার জানান, প্রায় দুই থেকে তিন মাস আগে কলা গাছটি কেটে ফেলছি। গাছটি প্রায় মরে গেছিল। কিন্তু কাটার প্রায় দুইমাস পর দেখি মরা কলা গাছে মোচা ধরেছে। এ ঘটনাটি জানাজানির পর লোকজন গাছটি দেখতে এসে, কেউ বলেছে এটি নাকি অ-শুভ লক্ষন, গাছটি কেটে ফেলতে হবে। আবার অনেকেই বলেছেন মহান আল্লাহর এক মহান সৃস্টি। তিনি আরো জানান, এই মরা কলা গাছটির মোচা থেকে ছড়ি এসে ফলন ধরে পাকলে তা স্থানীয় মাদ্রাসায় অথবা এতিমদের মাঝে দান করবো। আল্লাহপাকের রহমতে এমনটা হয়েছে এবং আল্লাহপাক যা করেছেন তাতেই আমি খুশি।
গাছ মালিকের ভাগ্য খুলেছে বলে চরমানিকা ৮ নম্বর ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য ফয়েজ বলেন, কেটে ফেলা মরা গাছটির গোড়া না কাটায় গাছটি দ্রুততম মোচা ধরেছে এতে অবাক হবার কিছু নেই। আল্লাহপাক যা করেন ভালোর জন্যই করেন।
চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, বিষয়টি আপনার কাছ থেকে শুনেছি। গাছটিতে মোচা আসার সময় গাছ মালিক গাছটি কেটে ফেলেছে। গাছটির মাথা মরে যাওয়ার সময় গাছটিতে মোচা এসেছে। অবাক হওয়ার কিছু নাই।