ভোলার চরফ্যাশনে অবৈধ ১২ টি বাঁশের তৈরী চাঁই জব্দ করে আগুনে পুড়ে বিনষ্ট করা হয়েছে।
সোমবার (০১ জানুয়ারি) দুপুরে উপজেলার চর-মাদ্রাজ ইউনিয়ন হামিদপুর গ্রামের নতুন ঘাটে এ চাঁই গুলো পুড়ে বিনষ্ট করে উপজেলা মৎস্য কর্মকর্তা।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন থানা-পুলিশের সহযোগিতায় মেরিন ফিসারিজ কৃষিবীদ সাইদুর রহমান ও আব্বাছ উদ্দিনসহ মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে ১২টি অবৈধ বাঁশের তৈরী চাঁই জব্দ করে আগুনে পুড়ে বিনষ্ট করা হয়েছে।
তিনি আরো বলেন, অবৈধ এ বাঁশের চাঁই ব্যবহার করে মেঘনা-তেতুলিয়া নদীতে পাঙ্গাশ সহ নদীর ছোট ছোট পোনা মাছ নিধান করা হচ্ছে। তাই চাঁইগুলো পুড়ে বিনষ্ট করে জেলেদের প্রথম বারের মতো সতর্ক করা হয়েছে। পরবর্তীতে এই যন্ত্র ব্যবহার করে নদীতে মাছ ধরলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।