শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৪:০২ অপরাহ্ন

আত্মীয় নয় জনগণ আমার আপনজন: নুরুল ইসলাম নয়ন

স্টাফ রিপোর্টার ভোলা।। / ১২১ Time View
Update : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং জনগণ ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাহলে আমি চরফ্যাশন-মনপুরা এলাকায় অভূতপূর্ব উন্নয়ন ঘটাবো। আমি এই এলাকার সন্তান। আমার শৈশব কেটেছে এই মাটিতে। এ এলাকার জনগণ আমার আত্মীয়-স্বজনের চেয়ে আপনজন।

শুক্রবার (১০ অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় মনপুরা থেকে বেতুয়া লঞ্চ ঘাটে আগমনের পর চরফ্যাশন উপজেলা বিএনপির আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নয়ন আরও বলেন, তারেক রহমান গত ৫ আগস্ট থেকে ফ্যাসিবাদবিরোধী ধারাবাহিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন।ভোটাধিকার কার্যকর না হওয়া পর্যন্ত মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণ তারেক রহমানের মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে এবং তারেক রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন  চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক কামাল গোলদার, উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম প্রিন্স এবং সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল প্রমুখ।

এছাড়াও চরফ্যাশন উপজেলার ২১টি ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় ২০ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। এরআগে নেতাকর্মীরা নুরুল ইসলাম নয়নকে ফুল দিয়ে বরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category