ভোলার চরফ্যাশনের চলতি ২০২৪-২৫ অর্থবছরে কাবিখা, কাবিটা ও টিআর কর্মসূচির আওতায় নেয়া ২ শ ৫৫ টন গমের বাবদ কাজ ও ১৫৯ টি প্রকল্পে অনিয়ম রোধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন(ইউএনও)। প্রতিটি কাজ যেনো স্বচ্ছতার সাথে হয় তাই তিনি প্রতিদিন নিয়মিত তদারকি করে যাচ্ছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ কালে এমনটাই জানিয়েছেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রাসনা শারমিন মিথি জানান, সকল সিপিসিকে পরিস্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছে। প্রকল্পে কোন প্রকার অনিয়ম না করা হয়। যদি অনিয়ম হয় তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আমি উপজেলার বিভিন্ন ইউনিয়নে কয়কটি প্রকল্প পরিদর্শন করে আসছি সবকটিতে ভালো মানের কাজ হয়েছে। আশাকরি বাকিগুলোতেও ভালো হবে। তিনি আরও জানান, বর্ষার কারণে অনেক স্থানে কাজ শুরু হয়নি। সেসব কাজগুলো দ্রুততার সাথে শেষ করার জন্য সিপিসিকে নির্দেশনা দেয়া হয়েছে। এবং প্রকল্পের এক টাকাও যেন অপচয় না হয় এবং সবকিছুই জনগণের স্বার্থে সুষ্ঠুভাবে বাস্তবায়িত হবে।