ভোলা-৪ চরফ্যাশন ও মনপুরা আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলম সমর্থিত চরফ্যাশন উপজেলার চরমানিকা ৮ নং ওয়ার্ড শ্রমিক দলেল উদ্যোগে আওয়ামী লীগের দেশ ব্যাপী কর্মসূচি ঘোষনা দেয়ার প্রতিবাদে এবং ওই কর্মসূচি প্রতিহত করার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল। শনিবার সন্ধ্যায় দক্ষিণ আইচা থানার চরমানিকা রুহুল আমিন চেয়ারম্যান বাজারে চরমানিকা ৮ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মো. বেল্লাল হোসেন ও সাধারণ সম্পাদক কাশেম, এবং সাংগঠনিক সম্পাদক শাহিনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বিক্ষোভ মিছিলে ৮ নং ওয়ার্ড শ্রমিক দলের নেতাকর্মীরা, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সকল কর্মসূচি প্রতিহত করার লক্ষ্যে বিভিন্ন শ্লোগান দেন। বক্তব্যতে শ্রমিক দলের সভাপতি মো. বেল্লাল হোসেন বলেন,আওয়ামী লীগ স্বৈরাচারের বাংলাদেশে ঠাই নাই। আওয়ামী লীগের সকল নৈরাজ্য শক্ত হাতে প্রতিহত করা হবে। এছাড়া শ্রমিক দলের হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।