চরফ্যাশন রিপোর্টার্স ইউনিটি’র যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক হাসান লিটনের জন্মদিন পালন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে আনন্দঘন পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে তার জন্মদিন পালন করেছে সহকর্মীগণ। এ সময় রিপোর্টার্স ইউনিটি’র নির্বাহী সদস্য কামাল মিয়াজি, আমির হোসেন, কামাল গোলদার, সজিব শাহরিয়ার, জামাল মোল্লা, সভাপতি নোমান সিকদার, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন হাওলাদার, কোষাধ্যক্ষ রুবেল আশরাফুল, দপ্তর সম্পাদক মামুন হোসাইন, প্রচার সম্পাদক ইসরাফিল নাঈম, সাংস্কৃতিক সম্পাদক নুরুল্লাহ আরিফ, ত্রান ও দুর্যোগ সম্পাদক শামীম খাঁন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কেক কাটার আগে সাংবাদিক হাসান লিটনকে জন্মদিনের শুভেচ্ছা জানান সহকর্মীগণ। এসময় তারা হাসান লিটনের সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করেন।