যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা মডেল স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি পালনের লক্ষ্যে অত্র প্রতিষ্ঠানের পক্ষ হতে ব্যাপক কর্মসূচি নেয়া হয়। সোমবার সকাল ৯ টার দিকে বিজয় দিবসের কর্মসূচির অংশ হিসেবে মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মাহাবুব আলমের নেতৃত্বে অত্র প্রতিষ্ঠানের সহকর্মী শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা এক বিশাল বিজয় র্যালি বের হয়। র্যালিটি চরকচ্ছপিয়া গণস্বাস্থ্য মোড় মডেল স্কুল এন্ড কলেজ প্রসঙ্গ থেকে বের হয়ে দক্ষিণ আইচা বাজার মেইন সড়ক প্রদক্ষিণ করে। চরআইচা মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। র্যালীটি মডেল স্কুলের প্রাঙ্গনে গিয়ে সমাপ্তি ঘটে। দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে নিহত শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ আইচা মডেল স্কুল এন্ড কলেজের ম্যানিজিং কমিটির সভাপতি মো. মিজানুর রহমান, সহকারী শিক্ষক আজিজুল ইসলাম, হাফেজ আব্দুল্লাহ সুমন, শিক্ষিকা মমতাজ বেগম, শিরিন আক্তার সহ অভিভাবকবৃন্দরা।