আজ (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস।বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরনীয় গৌরবের দিন। বীরের জাতি হিসাবে আত্মপ্রকাশে করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেয়ার দিন।১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসম্পর্নের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। তাই যথাযথ মর্যাদায় চরফ্যাসন প্রেসক্লাবের পক্ষ থেকে এ দিনটি উদযাপন করা হয়। সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে চরফ্যাসন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদারের নেতৃত্বে চরফ্যাশন টিবি স্কুল মাঠ প্রাঙ্গনে অবস্থিত শহীদ মিনারে পুষ্প অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। এ সময় চরফ্যাসন প্রেসক্লাবের সহ সভাপতি কামাল মিয়াজী, আবু সিদ্দিক, সজিব শাহরিয়ার, আমির হোসেন, যুগ্ম সম্পাদক জামাল মোল্লা, নোমান সিকদার, সাংগঠনিক সম্পাদক মাঈনউদ্দিন জমাদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম মুকুল ও সাহিত্য বিষয়ক সম্পাদক অশোক সাহা সহ বিভিন্ন দৈনিক পত্রিকার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।