ভোলার চরফ্যাশনে এলিচা’র শাঘ চুরির মিথ্যা অপবাদে রুমা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে ননদের মেয়ে এবং তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার (২১ অক্টোবর) সকালে ভুক্তভোগী গৃহবধূ রুমা বেগম বাদী হয়ে দক্ষিণ আইচা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এরআগে গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ১১ টার দিকে উপজেলার চরমানিকা ইউনিয়ন ৯ নম্বর কাজী বাড়িতে এ ঘটনা ঘটে। নির্যাতিত গৃহবধূ রুমা বেগম একই ওয়ার্ডের দিনমজুর অহিদ কাজীর স্ত্রী।ভুক্তভোগী রুমা বেগম জানান, গত ১৭ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে এলিচা’র শাঘ চুরির মিথ্যা অপবাদে দিয়ে আমার ননদের মেয়ে হনুফা বেগম ও তার স্বামী মিজান আমার বাড়িতে এসে আমাকে পিটিয়ে জখম করে। পরে আমার ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তারা আমাকে অন্যায়ভাবে পিটিয়েছে। আমি এর ন্যায় বিচার চাই। অভিযুক্তরা হলেন একই ওয়ার্ডের বাসিন্দা মো.ইসলাম মিস্তিরির ছেলে মিজান ও তার স্ত্রী হনুফা বেগম।অভিযোগের বিষয়ে হনুফা বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার মেজো মামার বউ রুমা বেগম আমাদের জমি থেকে সম্প্রতি সময়ে এলিচার শাঘ তুলে নিয়ে যায়। এতে আমার স্বামী মিজান তাকে ফের জমি থেকে শাঘ তুলতে নিষেধ করেন। শাঘ তুলতে নিষেধ করায় আমার মামানি রুমা বেগম ক্ষিপ্ত হয়ে তার বাড়ির কাছে আমার স্বামী মিজানকে একা পেয়ে বেধড়ক মারধর করেছেন। আমার স্বামী তাকে মারধর করেনি। তার স্বামী মিজান বলেন, মামানি রুমা বেগম আমার বিরুদ্ধে যে মারধরের অভিযোগ করেছেন, তা সঠিক নয়। দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হোক ভূইয়া অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।