চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।।
ভোলা-৪ চরফ্যাশন ও মনপুরা আসনের সাবেক সংসদ সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে (ধানের শীষ) এমপি প্রার্থী নাজিম উদ্দীন আলম’র দিক নির্দেশনায় ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা জাতীয়তাবাদি দল বিএনপির দলীয় কার্যালয় শুভ উদ্বোধন ও শান্তি সমাবেশ হয়েছে।
আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে দক্ষিণ আইচা বাজার বাসস্ট্যান্ডে ফিতা কেটে এ কার্যালয়টি উদ্বোধন করা হয়।
এসময় দক্ষিণ আইচা থানা বিএনপি’র সভাপতি আবুল কাশেম শাহ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আ.ন.ম আমিরুল ইসলাম মিন্টিজ মিয়া।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম আসলামী, দক্ষিণ আইচা আইচা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক মাস্টার প্রমুখ। এছাড়াও দক্ষিণ আইচা থানা বিএনপি’র যুবদলের সভাপতি ইকবাল হাওলাদার, সাধারণ সম্পাদক মো.নুরুল ইসলাম হাওলাদার, চরমানিকা ইউনিয়ন শাখা সেচ্ছাসেকদলের সাধারণ সম্পাদক মো. সোহাগ হাওলাদার সহ বিএনপি’র অঙ্গ সংগঠনের হাজারো নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তাগণ দক্ষিণ আইচা থানা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন এবং আগামী নির্বাচনে চরফ্যাশনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলমকে জয়ী করার জন্য আহ্বান জানান।
উদ্বোধন ও সমাবেশ শেষে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, ভাষা আন্দোলন, স্বৈরাচার সরকার পতনে রাজপথে নিহত-আহত ও বন্যায় ক্ষতিগ্রস্ত ও নিহতদের জন্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মোনাজাত করা হয়।