ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচায় মো. ফিরোজ ও মো: নাছিরের নামের দুই যুবকের বিরুদ্ধে বসতঘর চুরির থানায় অভিযোগ করেছেন বৃদ্ধ সালেহা বেগম নামের এক বসতঘর মালিকের মা।
শনিবার ৬ জানুয়ারী ভুক্তভোগী বৃদ্ধ সালেহা বেগম দক্ষিণ আইচা থানায় বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন।
বৃদ্ধ সালেহা বেগম চরমানিকা ৬ নম্বর ওয়ার্ডের মৃত তাজল দালালের স্ত্রী।
শুক্রবার ৫ জানুয়ারী দিবাগত রাত ২ টার দিকে ওই ওয়ার্ডের তাজল দালাল বাড়ির তার ছেলে মো. সিদ্দিকের বসতঘর চুরির ঘটনা ঘটে।
বিবাদী ফিরোজ ওই ওয়ার্ডের আমিনউদ্দীন দালালের ছেলে।মো: নাছির একই ওয়ার্ডের আলী হোসেনের ছেলে।
ভুক্তভোগী সালেহা বেগম জানান, গত ৫ জানুয়ারী রাতে আমি ঘুমিয়ে পরি। ওইদিন গত রাত ২ টার দিকে ঘুম থেকে উঠে দেখি আমার ছেলে মো. সিদ্দিকের বসত ঘরের রান্না ঘরের দরজা কেটে চোরচক্ররা ঘরে প্রবেশ করে ঘরের আলমারি ভেঙে আমাদের বাড়ির দেড় একর জমির কাগজ আরো বাড়ির বাহিরে ক্রয় করা ১২ শতাংশ জমির কাগজ পত্র সহ নগদ ৫০ হাজার টাকা, এবং প্রায় এক লাখ টাকার স্বর্নলংকার নিয়ে চুরি করে পালিয়ে যায় চোরচক্ররা।পরে আশপাশের লোকজনকে ডাক চিৎকার করতে থাকলে তারা আগাইয়া এসে দেখে আমার বসতঘরের এসব কিছু নিয়া গেছে চোরচক্ররা। তিনি আরো জানান, স্থানীয় ফিরোজ নামে এক যুবকের সাথে আমাদের জায়গা জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলমান রয়েছে। এই ঘর চুরির সাথে তার সরাসরি হাত রয়েছে বলে জানান তিনি। পরে এ ঘটনার বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে ৬ জানুয়ারী শনিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করি।
অভিযুক্ত যুবক ফিরোজ বলেন, আমার চাচা তাজল দালালের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলমান রয়েছে ঠিকই। ঘর চুরির বিষয়ে আমি কিছু জানিনা, আমার চাচি সালেহা বেগম আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে আমাকে হয়রানি করার চেষ্টা করছে।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাঈদ আহমেদ বলেন, একটি লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন পর্যন্ত বিরোধ চলমান রয়েছে। বিষয়টি ভালো ভাবে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।