চরফ্যাশন-মনপুরা নিয়ে ভোলা-৪ আসন গঠিত। এ আসনে আগামীকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ উপলক্ষ্যে উপজেলার ১৩০ টি ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। এরমধ্যে উপজেলার বিছিন্ন তিনটি ইউনিয়নে কঠোর নিরাপত্তায় ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পৌঁছে গেছে ব্যালট পেপারও।
আজ শনিবার (৬ জানুয়ারী) সকাল থেকে উপজেলার ২১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে এসব নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে ভোট কেন্দ্রে।
উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাহী অফিসার নওরীন হক জানান, চরফ্যাশন উপজেলায় ১৩০ টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। এসব কেন্দ্রে আগামীকাল সকালে ব্যালট পেপার পৌঁছানো হবে। নির্বাচন অবাধ ও সুষ্ঠ করতে চরফ্যাশন উপজেলায় ৬ স্তরের নিরাপত্তার
মধ্যদিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এখানে ৫ জন ম্যাজিস্ট্রেট নির্বাচনী এলাকায় টহল দিবেন। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় দুইজন পুলিশ ও ১২ জন আনসার সদস্য থাকবে। অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশের
সংখ্যা তিনজন করে দেওয়া হয়েছে। এছাড়াও ভোটার যাতে নির্ভিগ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন সে জন্য স্টাইকিং ফোর্স হিসেবে পুলিশ,র্র্যাব, বিজিবি, কোস্টগার্ড ও নৌবাহিনী মাঠে টহল দিবে। সঙ্গে নির্বাহী
ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও মাঠে থাকবেন বলে জানিয়েছেন তিনি।
এ উপজেলায় মোট ভোটার সংখ্যা- ৩ লাখ ৯০ হাজার ৯১৭ জন। তার ভিতরে পুরুষ ভোটার ২ লাখ ৭ হাজার ৭৩১ জন, মহিলা ভোটার
১ লাখ ৮৩ হাজার ১৮২জন এবং হিজড়া ৩ জন ভোটার। এই আসনে ৫ জন প্রতিদ্বন্বী প্রার্থীর ভিতরে হবে লড়াই। প্রার্থীরা হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, তৃণমূল বিএনপি থেকে মো. হানিফ, জাতীয় পার্টি থেকে মো.মিজানুর রহমান,ন্যাশনাল পিপলস পার্টি থেকে মো. আলাউদ্দিন,স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবুল ফয়েজ।