ভোলার চরফ্যাশন উপজেলায় পানিতে ডুবে মো. শাফওয়ান(২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শনিবার (৩০ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড রহিমা ইসলাম কলেজ সংলগ্ন মাষ্টার বাড়ির পুকুরে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু শাফওয়ান ওই ওয়ার্ডের মাষ্টার বাড়ির পল্লী চিকিৎসক মিনহাজের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আলম পন্ডিত জানান, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন শিশুর মা। কোথাও না পেয়ে বাড়ির পুকুরে পাশে গিয়ে দেখতে পান শিশু শাফওয়ান পুকুরে ভাসছে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, শিশুর মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ না থাকা শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।