ক্যান্সারে আক্রান্ত ফ্রান্স প্রবাসী ইব্রাহিমের পাশে দাঁড়িয়েছেন চরফ্যাশনের বিএনপির যুবদলের সভাপতি মো. দীপু ফরাজি। তিনি সর্বদা প্রতিকূল পরিবেশের মধ্যেও তৃণমূর কর্মীদের সুখে-দুখে স্বশরীরে পাশে থেকে খোঁজখবর নিচ্ছেন। শনিবার সকালে ক্যান্সারে আক্রান্ত ইব্রাহিমের কথা শুনে তাকে দেখতে তার বাসায় ছুটে গিয়ে পাশে দাঁড়িয়েছেন এই নেতা।ক্যান্সারে আক্রান্ত ইব্রাহিম উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ির মো.কাঞ্চন হাওলাদারের ছেলে।জানা যায়, উচ্চশিক্ষার জন্য ধারদেনা করে ২০২২ সালে ইব্রাহীম ফ্রান্সে যান। যাওয়ার ৭ মাসের মাথায় ইব্রাহীম ক্যান্সারে আক্রান্ত হন। পরে ফ্রান্সের চিকিৎসক তাকে বলেছেন সে বেশিদিন বাঁচবেন না। এমন কথা শুনে তিনি সারাদিন তার গ্রামের বাড়ি, বাবা-মা এবং আত্মীয়-স্বজনদের কথা ভাবতেন।এরপর তিনি ওই চিকিৎসকে বলেন শেষ নিশ্বাস তিনি তার বাবা-মার কোলে ত্যাগ করতে চান। পরে ওই চিকিৎসক তাকে প্রায় ৫ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে গত ২০ ডিসেম্বর বাংলাদেশে তার পরিবারের কাছে শুক্রবার ছুটে আসেন।ইব্রাহীম জানান, অনেক স্বপ্ন নিয়ে আমি উচ্চশিক্ষার জন্য ফ্রান্সে গিয়েছিলাম। সেখানে গিয়ে বেশ কয়েক মাস ক্লাসও করেছি। কিন্তু ফ্রান্সে যাওয়ার ৫ মাস পর তার পেটে প্রচÐ ব্যথা শুরু হলে ডাক্তার দেখিয়ে ওষুধ খাই। কিন্তু কিছুতেই কমছিল না ব্যথা। পরে আরও দুই মাসের মাথায় টেস্টে ধরা পরে আমার লিভারৎ ক্যানসার। এরপর ফ্রান্সের ড ম্যাথিউ জামেলটের অধীনে প্রায় এক বছর চিকিৎসা নিয়েছি। কিন্তু কিছুতেই ভালো হচ্ছি না। দিন দিন আমার শরীরের অবনতি হতে থাকে। পরে পিতা-মাতার কাছে আমি আসতে চাইলে ডাক্তার আমাকে বাড়িতে নিয়ে আসে। শনিবার সকালে আমার এমন রোগের কথা শুনে চরফ্যাশন যুবদলের সভাপতি দিফু ফরাজি ছুটে আসেন। এবং আমার পাশে দাঁড়িয়েছেন। এমন নেতার স্নেহাশীষ কর্মী হওয়া সৌভাগ্যের ব্যাপার।চরফ্যাশন উপজেলা বিএনপির যুবদলের সভাপতি দীপু ফরাজি বলেন, ক্যান্সারে আক্রান্ত ইব্রাহিমের চিকিৎসার জন্য পাশে দাঁড়িয়েছি আমি। ইব্রাহিম যেন ভেঙ্গে না পড়ে মনোবলকে চাঙ্গা রাখার জন্য অনুরোধ জানান তিনি। এবং ইব্রাহিমের পরিপূর্ণ সুস্থতা কামনা করে দেশ-বিদেশ সকলের কাছে দোয়াও সহযোগিতা কামনা করছি।