ভোরের চিত্র ডটকম’র-নিজস্ব প্রতিবেদক।ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচায় ৩ মামলার ৩৯ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত মো. নূরমোহাম্মদ (৪০) উপজেলার চরমানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলু মাঝির ছেলে।আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে আসামিকে চরফ্যাশন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।এর আগে, গতকাল বৃহস্পতিবার(২৮ ডিসেম্বর) রাত ১০ টিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদের নেতৃত্বে এস আই আব্দুল খালেক, নেসার উদ্দিন, সবুজ কর, সালাউদ্দিন, মনির, ও এ এস আই হারুন, সাইফুল ইসলাম, বাসুদেব সহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে ১২ বছর পর আসামীকে তার বাড়ির পাশের বেড়িবাঁধের ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়। থানার (ওসি) সাঈদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামি ২০১১ সালের ডাকাতি, অস্ত্র ও বনআইন সহ ৩ টি মামলার পলাতক আসামি। তাকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।