চরফ্যাশনের শশীভূষণে পানিতে ডুবে মোহাম্মদ আলী (০২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার(১৩ জানুয়ারী) দুপুর ১ টার দিকে উপজেলার জাহানপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মিয়া বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।
নিহত শিশু মোহাম্মদ আলী ওই বাড়ির মো.কুদ্দুস মিয়ার ছেলে।
শশীভূষণ থানা পুলিশ সূত্র জানা যায় , শনিবার দুপুরে শিশু মোহাম্মদ আলীকে ঘরে রেখে রান্না ঘরে কাজ করছিল নিহত শিশুর মা ছালমা বেগম। এসময় হটাৎ শিশু মোহাম্মদ আলীকে দেখতে না পেয়ে খোজাখুজি শুরু করে, খোজাখুজির এক পর্যায়ে ঘরের দক্ষিণ পাশের পুকুরে বাসতে দেখেন শিশু মোহাম্মদ আলীকে। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত্যরত চিকিৎসক শিশু মোহাম্মদ আলীকে মৃত ঘোষণা করেন।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শিশুর পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।