ভোলার চরফ্যাশনের ক্যান্সারে আক্রান্ত ফ্রান্স প্রবাসী মো. ইব্রাহিম (২৮) মারা গেছেন।
সোমবার (৮ জানুয়ারী) ভোর রাত সাড়ে ৪ টার দিকে তার নিজ বাড়ীতে বাবা-মায়ের কোলে মারা যান তিনি।
ক্যান্সারে আক্রান্ত ফ্রান্স প্রবাসী ইব্রাহিম উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ির মো.কাঞ্চন হাওলাদারের ছেলে।
জানা যায়, ইব্রাহিম উচ্চশিক্ষার জন্য ধারদেনা করে ফ্রান্সে যান। যাওয়ার মাত্র ৭ মাসের মধ্যেই ইব্রাহীম আক্রান্ত হন মরণব্যাধি ক্যানসারে। প্রবাসে চিকিৎসা সেবা শেষে বাবা-মায়ের কোলে শেষ নিঃশ্বাস ত্যাক করার আশায় গত ২০ ডিসেম্বর বাংলাদেশে পাড়ি জমান ইব্রাহিম। বাংলাদেশে এসেও দীর্ঘদিন চিকিৎসা নেন। এরপর সোমবার ৮ জানুয়ারী ভোর বেলা বাবা-মায়ের কোলে মারা যান তিনি। তার অকাল মৃত্যুতে অনেকেই ব্যথিত হয়েছেন এবং শোকের ছায়া নেমে এসেছে পুড়ো এলাকা জুড়ে।
ইব্রাহীমের বাবা মো.কাঞ্চন হাওলাদার জানান, ছেলের ইচ্ছা পূরণে ধার-দেনা করে তাকে ফ্রান্সে পাঠাই। আশা ছিল ইব্রাহীম বিদেশ থেকে উচ্চশিক্ষা অর্জন করে বড় চাকরি করে ধার দেনা পরিশোধ করবে ও আমাদের পাশে দাঁড়াবে। কিন্তু আমাদের সব স্বপ্ন শেষ হয়ে গেছে।ইব্রাহীম আর বেঁচে নাই। সোমবার ভোর বেলা শেষ নিঃশ্বাস ত্যাক করে। তার মৃত্যুতে আমাদের পরিবারে শোকের ছায়া নেমে আসছে। তাছাড়া ইব্রাহিমকে আমরা ধার-দেনা করে ফ্রান্সে পাঠিয়েছি কীভাবে পরিশোধ করবো তা জানি না। যদি ফ্র্যান্স সরকার ও বাংলাদেশ সরকার আমাদের পাশে দাঁড়ায় তাহলে আমরা আবারও ঘুরে দাঁড়াতে পারবো।