ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচায় নিজেদের উদ্যোগে ১৩০০ ফুট (দৈর্ঘ্য) নতুন রাস্তা নির্মাণ করেছে গ্রামবাসী।
গতকাল রবিবার (৩১ ডিসেম্বর) সকাল ৭ টার দিকে দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের চরআইচা গ্রামের সৌদি হাসপাতাল সড়ক থেকে ভূইয়ার হালট সড়ক পর্যন্ত এ রাস্তা নির্মাণ কাজ সম্পন্ন করা হয়।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার মানিকা ৭ নম্বর ওয়ার্ড চরআইচা গ্রামে প্রায় দেড় শতাধিক পরিবার বসবাস করেন। এসব পরিবারের প্রায় ৪ শতাধিক মানুষজন শুকনো মৌসুমে গ্রাম থেকে সদরে আসতে সমস্যা না হলেও বর্ষার সময় অনেক দুর্ভোগ পোহাতে হয়। এবং ওইসব পরিবারের স্কুল গামী কোমলমতি শিশুরা এই সমস্যা পোহাতে হতো।
এদিকে এলাকাবাসী ও স্কুলগামী ছাত্রছাত্রীদের এই দুর্ভোগের কথা চিন্তা করে একটি রাস্তা নির্মাণ করার উদ্যোগ নেন ওই এলাকার বাসিন্দা মো.মন্নান স্বর্নকার।তিনি চরমানিকা ইউনিয়নের সাবেক সফল সভাপতি মরহুম মেম্বারের পুত্র।
উদ্যোগতা মন্নান স্বর্নকার জমি মালিক ও এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে আব্বাস উদ্দীন, জামাল, হাসান, ইউসুফ সহ গ্রামের বাসিন্দাদের সহযোগিতায় একটি ভেকু মেশিন দিয়ে ৪ দিন যাবত মাটি কেটে প্রায় ১৩০০ ফুট (দৈর্ঘ্য) নতুন একটি রাস্তা নির্মাণ করেন।
এই রাস্তা নির্মাণ করায় গ্রামবাসীদের মাঝে স্বস্থি ফিরে আসছে। এবং মন্নান স্বর্নকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন গ্রামবাসী।
উদ্যোগতা মো.মন্নান স্বর্নকার বলেন, গ্রামবাসী ও স্কুলগামী শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমি এই রাস্তা নির্মাণ করার উদ্যোগ নিয়ে রাস্তা নির্মাণ করি। তাছাড়া আমাদের গ্রামে অধিকাংশ মানুষ কৃষিনির্ভর। বিভিন্ন হাটে কৃষিপণ্য নিয়ে যেতে অনেক পথ পাড়ি দিতে হতো। এ রাস্তা নির্মাণ হওয়ার কারণে পণ্য পরিবহনে সময় ও খরচ অনেকাংশে কমে যাবে। এতে আরও বেশি লাভবান হবেন কৃষকরা।
চরমানিকা ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান গিয়াসউদ্দিন বলেন, ওই গ্রামে যাতায়াতের জন্য রাস্তা ছিল না। গ্রামের বাসিন্দারা রাস্তার জন্য আবেদন করলেও সরকারিভাবে রাস্তাটির নির্মাণ কাজ করতে হলে একটু অপেক্ষা করতে হতো। কিন্তু সেই অপেক্ষা অবসান ঘটিয়ে ওই গ্রামের লোকজন উদ্যোগ নিয়ে ১৩০০ ফুট নতুন একটি রাস্তা নির্মাণ কাজ সম্পূর্ণ করেন। এতে সকলকে ধন্যবাদ জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) নওরীন হক বলেন, সরকারের পাশাপাশি এলাকাবাসী নিজ নিজ এলাকার উন্নয়নের জন্য এগিয়ে এলে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে। যারা এই উদ্যোগ নিয়ে ১৩০০ ফুট দৈর্ঘ্য নতুন একটি রাস্তা নির্মাণ করেছেন তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ এ রকম ভালো কাজের সহযোগিতায় সব সময় পাশে থাকবে প্রশাসন।