শিরোনাম :
প্রতিবন্ধী সাজিয়ে দিনমজুরের জমি দখল প্রকাশিত সংবাদের প্রতিবাদ কাবিখা, কাবিটা ও টিআর প্রকল্পে অনিয়ম রোধে কঠোর অবস্থানে-চরফ্যাশন ইউএনও ‎ চরফ্যাশনে বিএনপি নেতার নেতৃত্বে নারীকে ধর্ষণের চেষ্টা খাদ্যের পুষ্টিমান উন্নয়নে বিশেষ অবদান রাখায় চ্যাম্পিয়ন মিলারদের স্বীকৃতি প্রদান উত্তর আইচা কেমিস্ট ও ড্রাগিষ্ট কমিটির সভাপতি নুরনবী, সম্পাদক মিজানুর রহমান আওয়ামীলীগের কর্মসূচির বিরুদ্ধে চরমানিকা ৮ নং ওয়ার্ড শ্রমিক দলের বিক্ষোভ মিছিল দক্ষিণ আইচা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন চরফ্যাশন রিপোর্টার্স ইউনিটির যুগ্ম-সম্পাদক’র জন্মদিন পালিত ২ দিনের সফরে কাল নিজ এলাকায় আসবেন নুরুল ইসলাম নয়ন
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন

চরমানিকা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির মৃত্যু, বিভিন্ন মহলের শোক

নিজস্ব প্রতিবেদক।। / ১৩৪ Time View
Update : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা চরমানিকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুর রব মিয়া (৭৩) বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।আজ শনিবার (১৩ জানুয়ারী) বেলা ১২ টার দিকে ঢাকা ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

পরিবার সূত্রে জানা যায়, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার একদিন পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে নেওয়া হলে তার বার্ধক্য জনিত কারণে ফুসফুসে পানি জমায় শুক্রবার অপারেশন শেষে তাকে আইসিইউতে রাখা অবস্থায় শনিবার বেলা ১২ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। আগামীকাল রবিবার ১৪ জানুয়ারী সকাল ১০ টার সময় দক্ষিণ আইচা থানার পশ্চিম পাশে বালুর মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। অতএব সকল ধর্ম প্রান মুসলমান সহ মরহুমের আত্মীয়স্বজনকে জানাজায় অংশ গ্রহণে উপস্থিতি কামনা করছে মরহুমের পরিবারবর্গ।মৃত্যুকালে এক স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে সহ বহু আত্মীয় সজন রেখে গেছেন। জানা যায়, আব্দুর রব মিয়া ১৯৯৬ সালে চরমানিকা ইউনিয়ন পরিষদের সততার সঙ্গে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এবং সেই সময় থেকে দীর্ঘদিন পর্যন্ত চরমানিকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। বর্তমানে আওয়ামী লীগের সভাপতি থাকা অবস্থায় তার মৃত্যু হয়। আওমীলীগের সভাপতি আব্দুর রব চেয়ারম্যানের মৃত্যুতে ভোলা-৪ আসনের সাংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকব ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category