ভোলার চরফ্যাশনে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মো.ইসমাইল (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে রক্তাক্ত জখমের অভিযোগ উঠেছে মাহবুল্লাহ মুন্সী গংদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত বৃদ্ধ ইসমাইলের বড় ভাই ইয়াছিন দালাল বাদী হয়ে দক্ষিণ আইচা থানায় মামলা দায়ের করেছেন। বুধবার(১৬ অক্টোবর) বিকাল ৪ টার দিকে উপজেলার চরমানিকা ইউনিয়ন ৮ নম্বর ভূইয়ার হালট এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বৃদ্ধ ইসমাইলকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তার অবস্থা অবনতির দিক গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। আহত বৃদ্ধ ইসমাইল চরমানিকা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত সুলতান আহাম্মেদ ফরাজীর ছেলে। অভিযুক্ত মাহবুল্লাহ মুন্সী (৬০) একই ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের মৃত কাশেম মুন্সীর ছেলে। মামলার বাদী ইয়াছিন দালাল জানান, চরমানিকা ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড ভূইয়ার হালট এলাকায় আমার ৩ একর জমি নিয়া ওই ওয়ার্ডের মাহবুল্লাহ মুন্সী গংদের সাথে বিরোধ চলমান রয়েছে। সেই জমিতে আমি ধান চাষাবাদ করি। চাষাবাদকৃত ধানগুলো মাহবুল্লাহ মুন্সী গংরা তাদের মহিষ দিয়ে নষ্ট করে ফলে, এতে আমার ব্যাপক ধান নষ্ট হয়েছে। তাদের জানালে তারা কোনো কর্নপাত করেনি। বুধবার বিকালে আবারও ওই জমিতে মহিষ দিয়ে ধান নষ্ট করে এ সময় আমার ছোট ভাই ইসমাইল বাঁধা দিলে তার উপর অতর্কিত হামলা চালায় মাহবুল্লাহ মুন্সী গংরা। ধারালো অস্ত্র দিয়ে আমার ছোট ভাই ইসমাইলের মাথায় কুপিয়ে জখম করে। পরে তার আত্ম-চিৎকারে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থা আশঙ্কা জনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। অভিযুক্ত মাহবুল্লাহ মুন্সীর বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে তার ছেলে খলিল মোবাইল ফোনে জানান, বুধবার বিকালে বৃদ্ধ ইসমাইল দলবল নিয়ে আমাদের বসবাসকৃত জায়গা ছাড়ার জন্য হুমকি ধামকি দিয়ে আমাদের পালিত মহিষ নিয়ে টানাহেঁচড়া করেন এসময় দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। তবে বৃদ্ধ ইসমাইলকে দা দিয়ে কুপানো হয়নি বলে তিনি জানিয়েছেন। দক্ষিণ আইচা থানার সেকেন্ড অফিসার খালেক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এসেছেন। এবং ৬ জনকে আসামি করে একটা মামলা রুজি করা হয়েছে। আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা চালছে।