শুক্রবার (১২ জানুয়ারী) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার চর-মাদ্রাজ ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড চর আফজাল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রতন তরফদার ওই গ্রামের বাসিন্দা।
শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে নিহতের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চর-মাদ্রাজ ইউপি চেয়ারম্যান আব্দুল হাই।
তিনি জানান, নিহত রতন তরফদার জীবিত থাকা অবস্থায় ছয়টি বিয়ে করেছেন। সেই ছয় ঘরে তাঁর ১৫ জন সন্তান রয়েছে। তিনি জীবিত থাকা অবস্থায় ১৫ সন্তানের মধ্যে ১১ জন সন্তানকে তাঁর সকল সম্পত্তি লিখে দিয়েছিলেন। বাকি ৪ সন্তানকে কোনো সম্পত্তির ভাগ দেননি তিনি। শুক্রবার সকাল সাড়ে ৮ টার সময় তিনি মারা যাওয়ার পরে দুপুরে জুমার নামাজের পর তার লাশ দাফনে ৪ সন্তান আপত্তি জানায়। তারা লাশ দাফনে বাধা দেয়। রাত ৮ টার সময়ও নিহতের লাশ দাফন করতে পারেনি। এ বিষয়টি এলাকা জুড়ে তোলপাড় সৃষ্টি হলে আমি সহ চরফ্যাশন থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে। নিহত রতন তরফদারের ৪ সন্তানকে সম্পত্তি ভাগের বিষয়টি পরে সমাধান করার আশ্বাস দেওয়া হয়। এবং রাত সাড়ে ৮ টার দিকে নিহত রতন তরফদারদের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন বলেন, লাশ দাফনে বাধা দেওয়ার অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মৃত ব্যক্তির স্বজনদের উপস্থিতিতে সমঝোতার মাধ্যমে লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।