দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহুর্তে প্রচারনায় ভোলা-৪ চরফ্যাশন ও মনপুরা আসনে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে নৌকা প্রতীকে বিজয়ী করতে চরফ্যাশন পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো.মনির হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী ওই ওয়ার্ডের নির্বাচনের প্রধান সমন্বয়কারী মো.মাকছুদ মিয়ার নেতৃত্বে গণসংযোগ করছেন শত-শত নারী-পুরুষ। এসময় গণসংযোগটি জনসমুদ্রে পরিনত হয়। বৃহস্পতিবার বিকালে পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড বি,আর,ডি,ভি মোড় থেকে গণসংযোগটি বের হয়ে চৌমুহনী মোড় দিয়ে ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানের কাউন্সিল অফিস কার্যালয়ের সামনে এসে গণসংযোগটি শেষ হয়।ওই ওয়ার্ডের নির্বাচনের প্রধান সমন্বয়কারী মাকছুদ মিয়া ও কাউন্সিলর মনির হোসেন বলেন, আগামী ৭জানুয়ারী রবিবার সারাদিন চরফ্যাশনের উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট কেন্দ্রে গিয়ে সকলে ঐক্য বদ্ধ হয়ে ভোট দিয়ে নৌকাকে সর্বোচ্চ ভোটে জয়লাভ করে পৌর ৬ নম্বর ওয়ার্ড থেকে বিজয় অর্জন করবো ইনশাআল্লাহ। এসময় পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।