ভোলার চরফ্যাশন-মনপুরায় প্রশাসনের কড়া নিরাপত্তায় এবং শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে।
রবিবার (৭ জানুয়ারী ) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ চলছিল। ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। তবে এই আসনে কোথাও কোনরকম সহিংসতা ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হয়।
ভোট গ্রহণ শেষে নির্বাচনী ফলাফল সংগ্রহ করে রবিবার রাত সাড়ে ৭ টার দিকে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার নওরীন হক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চরফ্যাশন-মনপুরা আসনের ফলাফল ঘোষণা করেন। এতে নৌকা মার্কার মনোনীত প্রার্থী এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ২ লাখ ৪৫ হাজার ৮৬ ভোট পেয়ে চতুর্থ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৃণমূল বিএনপি থেকে মো. হানিফ সোনালী মার্কায় ৩ হাজার ৩৩৩ ভোট পেয়েছেন, জাতীয় পার্টির মো.মিজানুর রহমান নাঙ্গল মার্কায় ৫ হাজার ৯২৮ ভোট পেয়েছেন, ন্যাশনাল পিপলস পার্টি আম মার্কার মো. আলাউদ্দিন ২ শ ৩৯৭ ভোট পেয়েছেন,স্বতন্ত্র প্রার্থী আবুল ফয়েজ মাথাল মার্কায় ৪ হাজার ৯১৩ ভোট পেয়ে তারা ৪ জন পরাজিত হয়েছেন। এ আসনে শতকরা ৫৯.৭২% ভোট কাষ্ট হয়েছে।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা(ইউএনও) নওরীন হক বলেন, প্রশাসনের কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা শীত উপেক্ষা করে নির্বিঘ্ন কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে। কোথাও কোন সহিংসতা হয়নি।