যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ভোলার চরফ্যাশন উপজেলার ১৮৬ নং চরআইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস পালিত হয়েছে। আজ সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে ১৮৬নং চরআইচা সরকারি বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গন থেকে একটি র্যালী বের হয়ে বিদ্যালয়ের নিচতলায় এসে সমাপ্তি ঘটে। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. হাকিম মোল্লার সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেছার উদ্দিনের পরিচলনায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা সহ স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তব্যতে প্রধান শিক্ষক মো. নেছার উদ্দিন বলেন, বিজয় দিবস আমাদের অহংকার, অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। শ্রদ্ধাভরে স্মরণ করি লাখ লাখ বীর শহীদের, যারা তাদের আত্মত্যাগ ও বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের জন্য এনে দিয়েছে স্বাধীনতা, এনে দিয়েছে লাল সবুজের বিজয় পতাকা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দখলদার পাকিস্তানী বাহিনীর নি:শর্ত আত্মসমর্পণের মধ্যদিয়ে এ বিজয় দিবস অর্জিত হয়। প্রায় ৯ মাসের রক্তক্ষয়ী সশস্ত্রযুদ্ধ এবং ৩০ লাখ শহীদের আত্মাহুতি ও ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে বাঙালির এ বিজয় আসে। আমরা শহিদের আত্মার মাগফেরাত কামনা করছি।পরিশেষে শিক্ষার্থীদের মাঝে তবারক বিতরণ করা হয়েছে।